Site icon Shaili Tv

এসো ভিজি আজ দু’হাত ধরে / সুলতানা বেগম

তুমি
সে-ই তো এলে;
আসবো না বললেই হলো?
জানতাম তুমি বলো এমনি এলেবেলে।
কি হলো? দরজার ওপাশেই থাকবে?
না সুলতা; ভেতরে নয়, দাঁড়িয়ে ভিজবো
এই মাটির উঠোনে,নাঙ্গা পায়ে!
স্বভিমানের পর্দা তো ছিঁড়েছিলো কবেই;
সাহসে কুলোয় নি যে আসবো,
যদি ফিরিয়ে দাও প্রতিশোধে!

এমন মেঘলা, ছাই রঙ আকাশ;
এমন উতলা বাতাস,
চারদিক ঝাপ্সা করে নামা তুমুল বৃষ্টি ;
বলেছে – আজ হয়ো না অভিমানী।

আমি এসেছি তোমার দ্বারে,
এসো ভিজি আজ দু’হাত ধরে,
ঘনঘোর বৃষ্টির ধুনে, মিলনতালে
এসো ভিজি ভেজা কদমতলে।

Exit mobile version