তোমাকে তোমার মতো করে চাই আমি প্রতিদিন
আদিম তমসাঘন রাতে চলুক চর্চা গানের
ওই ঠোঁটে ওই বুকে জাগে ভারি তৃষ্ণা প্রলয়
জেগে ওঠে অদৃশ্য চর প্রাণের।

তোমার গভীরে যাবো, ডুবে যেতে চাই নীল অতলের তলে
অবসন্ন ক্লান্ত মনে ম্লান হবে উষ্ণ অলৌকিক জলে।

জলেরও আছে রূপ, জলেরও আছে ভাষা, অস্ফুট গোঙানি আনে সুখ
আমাকে বক্ষলগ্ন করো, টেনে নাও যেখানে আমার প্রেম উৎসমুখ।

আমি আর তুমি, তুমি আর আমি; আর নেই কেউ
এসো সমুদ্রে যাই, আয়ত্তে আনি উত্তাল ঢেউ।