Site icon Shaili Tv

এসো সম্প্রীতির গান গাই / সুলতানা বেগম

শুভেচ্ছা আর শুভকামনায়
ভুল শুদ্ধির প্রার্থনায়
নতুন হিসাবের হালখাতায়
নববর্ষ এসে দাঁড়ায়।

ডিসি হিলের বৈশাখী মেলায়
বর্ষ বরণের প্রথম বেলায়
দুঃখের স্মৃতি সব মুছে যায়
রঙিন সুখের আল্পনায়।

ফুলের মুকুট পরে মাথায়
ফুলপরীরা ভিড় জমায়
শাড়ি পরা লাল সাদায়
ঘুরে বেড়ায় রঙিন আঙিনায়।

ভালো থেকো সবাই
এসো সম্প্রীতির গান গাই
সুখী এই দেশটা চাই
এর বেশি চাওয়া নাই।

Exit mobile version