তুমি কি আমাকে ভালোবাসো?
পেতে চাও? এই ক্ষতবিক্ষত মনটা?
নেবে যদি সবটুকু নাও
যত্ন করে রেখো এই অনাথ হৃদয়
আষাঢ়ের বৃষ্টি ভেজা দিনে কিংবা প্রচন্ড খরাতে
বুকে তুলে রেখো বুক একটু আদরে।

এ দেহের পরতে পরতে জমা আছে অযুত নিযুত স্বপ্ন
আছে সুখ আর দুঃখের মোহন চিহ্ন
মন জুড়ে কিছু অনাবিষ্কৃত আকাঙ্ক্ষা
আছে গোপন গহীনে লুক্কায়িত বুভুক্ষু সহস্র তৃষ্ণা
সব তোমাকে দিলাম, যত্ন করে রেখো।

হয়তো কখনো ছিলো কোকিলের দিন
সেটা সুসময়
অশ্লীল ঝড়ো বাতাসে উড়িয়ে নিয়েছে দিনগুলো
জমিনে বসন্ত নেই, কুহু কুহু ডাক নেই কোকিল নিরব,
তবু তুমি বুনতে চাও বীজ?

তুমিই কোকিল, বসন্তহীন বাগানে
এই নাও, পুরোটা জমিনে চাষ দাও
শুশ্রূষাহীন ক্রন্দন থেকে তুলে নাও শূন্যতা, অবর্ণনীয় কষ্ট।
সইতে পরবে তো প্রিয়? তবে এই হাতে হাত দাও
দেখ কতটা গভীর ধ্রুপদী পিপাসা
আর নয় পৃথক প্লাবন
কাটাবো দুজনে ভালোবাসার যুগলবন্দী রাত।
চলো দেখে নেই
আমার জন্য রয়েছে তোমার কতটা অনুরাগ।