আজ দলবেঁধে শিস্ দেয় শিশির
পথে পথে শিরশির ধ্বনি
সমুদ্রের জলরাশি হয়ে গীতল করে শীতের
জলের ভেতর পাতাল ছুঁয়ে
প্রকৃতি বদলায়, মানুষ বদলায়, পাখি বদলায়
এই বদলানো কাব্যে আনন্দটুকু গাঙচিলের মত
ওড়ে যায় –
এক দেশ থেকে অন্য দেশে
এক রূপ থেকে অন্য রূপে
এক ঋতু থেকে অন্য ঋতুতে

অতঃপর বদলে যায় সময়
ওঠানামা জীবন ছেয়ে পথের পাঁচালিতে
ফুটে ঘাসফুল
সেই আবহে চোখ ভরে স্বপ্নেরা পা বাড়ায় সামনে
ঘরে ঘরে নিদারুণ সুখ আঁজলা আঁকে
নীড়ে বেঁচে থাকার উত্তাপে

পুরো জন্ম ঘিরে কথাকলি বসন্তের মত
রঙিন সেজে –
আশ্রয়! প্রবল বেগে হাসে
সুখ, মোহ ও মায়া অনুভবে উৎসুক জীবন
সুদীর্ঘ ভিটে শ্যাম কলমী ডগা
সবুজ থেকে হলুদ হয়ে ঝরে পড়ে

এভাবেই
জীবন চলে যায়
মানুষ চলে যায়
আর প্রকৃতি ঘুরেফিরে বদলায়।