ছোট্ট একটি শব্দ
নাম তার কথা,
কথা শুনে কেউ পায় আনন্দ
কেউ পায় ব্যথা।
কারো কথা শুনে মনে জাগে
নতুন করে বাঁচার আশা,
কেউ কথা দিয়ে কথা রাখে না
ভেঙ্গে যায় ভালোবাসা।
কেউ কথা বলে বেশি
কেউ কম বলে,
আবার কারো কথা শুনে
হেসে উঠে সকলে।
কেউ কথার মাধ্যমে সকলের
মন করে জয়,
কারো কথা শুনে সবাই
খুব বিরক্ত হয়।
কারো মুখে এক পেটে আরেক
বোঝা বড় মুশকিল,
কারো কথায় সংসার ভাঙ্গে
কারো কথায় হয় মিল।
কেউ কেউ কথায় কথায়
মানুষকে করে অপমান,
আবার কেউ কথার জন্য
পায় না কোন সম্মান।
কথায় হয় প্রেম
আবার কথায় ঝগড়া হয়,
কথার মাধ্যমে কারো সাথে
হয় নতুন করে পরিচয়।
কেউ নীরবে সম্পর্ক ভাঙ্গে
না বলে কোন কথা,
প্রিয় মানুষ আঘাত পায়
মনে পায় ব্যথা।
কথায় হোক ভালোবাসা
কথায় হোক শান্তি,
কথায় বাড়ুক জ্ঞান
কথায় হোক সম্প্রীতি।