আমার আকাশে আজ আগ্নেয়গিরি জ্বলে উঠেছে;
বেদনায় জাগতিক মনন আমার
সাজানো বাগানবিলাসে দুঃখ স্রোতস্বিনী ভাসমান
আমি অতিতুচ্ছ ফুলের-কলির শিশিরবিন্দু শুভ্র কল্যাণ।

চলার পথের অফুরন্ত বেদনা বিষাদ;
জ্বলতে জ্বলতে ছাই পড়ে আছে, অকারণে;
তবুও তো আমি প্রস্ফুটিত পুষ্প হৃদয়ে মুড়িয়ে
স্বপ্নে জেগে উঠি প্রত্যুষ সূচনা সোনার প্রহর।
গোধূলির-লগ্নে অধীশ্বর-প্রাণেশ্বর মম
ভাসিয়ে ভাসিয়ে জোয়ারে দিগন্তের আলো;
সাগরের জলে ঢেউয়ের ম্যারপ্যাঁচে দেখা যায়
লোনাজলের কোকনদ ও প্রাণ উচ্ছ্বাস।

এ পৃথিবীতে বিশ্বাস ভাঙ্গার মানুষ অহরহ পথে-পথে;
অযাচিত মোড়ে নিগূঢ় শক্তির লুকোচুরি দেখা
উপলব্ধির মাঝে নক্ষত্র প্রোজ্জ্বল বিসৃত বিন্যাসে
সঞ্চারিত গাঁথা জ্যোৎস্নার স্বরলিপি,
মলাটে কী যে জং পড়া জীবনের ইতিহাস
অযতেœ ঝরে পড়া এসবের জন্য দায়ী অবিশ্বাস।

পুনর্জন্ম হলে অবিশ্বাসীদের হৃদয়ের স্তর-স্তরে
এঁকে দেব বিশ্বাসের জলছাপ-স্থাণু;
সে ব্যাপক পরিনত হবে কবিতা ও আমার সিম্ফনি।