Site icon Shaili Tv

কলঙ্ক / রেহেনা মাহমুদ

বাড়ি ফিরছে চাঁদ—হাতে ব্যাগভর্তি বাজার তার
চাঁদবউ চুলোয় হাড়ি চড়িয়েছে
আর চাঁদবুড়ি চরকায় কাটছে সুতো
চাঁদশিশুগুলো উঠোনে লুটোপুটি—
এক রুপালি আলোর গোলক যেন!
সন্ধ্যাতারা গলা সাধছে ‘সা রে গা মা পা…’
সে সাধনায় ধ্যানমগ্ন নভোমণ্ডল।
চিত্রলেখা, অনিরুদ্ধ ও ঊষা—হাসি-আনন্দে বেলা কাটে তিনের
ওদিকে সান্ধ্যছায়া ধরে ধ্রুবতারা দিচ্ছে পথের নির্দেশ
যে যার মতো ব্যস্ত আর মত্ত যার যার বলয়ে

এদিকে পৃথিবী লাট খাচ্ছে নিজের বৃত্তে তার সমস্ত অভিকর্ষ নিয়ে
আর চাঁদের কলঙ্ক গায়ে মেখে আত্মঘাতী হচ্ছি আমরা, মানুষেরা।

Exit mobile version