সবক্ষেত্রে সবাই কি আর সবল!
একেকজনের দুর্বলতা থাকে একেক দিকে;
আমার কোথায় সে দুর্বলতা; কেউ কি সেটা জানো!
কেউ কাঁদছে দেখতে পেলে আমারও খুব কান্না চলে আসে,
আর্দ্র হয়ে ওঠে চোখ ও মন।
কিছু বাঁধন কেন- এমনি ছিঁড়ে যায়;
আমাকে তাও ভাবিয়ে তোলে বেশ;
নিকটতম হয়েও কেউ হঠাৎ কেন দূরের হয়ে যায়?
এই কি তবে ইচ্ছে-স্বাধীনতা-
ইচ্ছে হলেই থাকা ইচ্ছে হলেই যাওয়া?
এই পৃথিবীর আবহাওয়াতে সবই কী সম্ভব!
এসব আমায় শুধুই ভাবায় দিবারাত্রিভর।