বৃষ্টির জলে কাগজ নৌকা
ভেসে ভেসে যায়,
তাই না দেখে খোকা খুকু
খুশিতে লাফায়।
কুরুম খালে যাবে নৌকা
আনবে নতুন বউ,
ফুলে ফুলে মৌমাছিরা
মৌচাক ভরা মৌ।।
খোকা আনে পান -সুপারি
খুকু আনে চুন,
দুলা মিয়া কিনতে গেছে
মাঝির ঘাটের নুন।
বৃষ্টির জলে কাগজ নৌকা
ভেসে ভেসে যায়,
তাই না দেখে খোকা খুকু
খুশিতে লাফায়।
কুরুম খালে যাবে নৌকা
আনবে নতুন বউ,
ফুলে ফুলে মৌমাছিরা
মৌচাক ভরা মৌ।।
খোকা আনে পান -সুপারি
খুকু আনে চুন,
দুলা মিয়া কিনতে গেছে
মাঝির ঘাটের নুন।