Site icon Shaili Tv

কিংবদন্তি একটি নাম/মৃন্ময়ী মৃম

একটি নাম, একটি কন্ঠ তুলেছিল আওয়াজ
প্রতিবাদ, প্রতিরোধ করতে করেনি ভয়
হয়নি নিজের স্বার্থে কভু দলবাজ।
ভালোবেসেছিল দেশ ও জাতি
পিছু হঠেনি,নির্ভয়ে করেছিল ন‍্যায‍্য দাবি
তাঁহার বজ্রকন্ঠের আহ্বান
মুক্তির স্বপ্ন জাগিয়েছিল
বাঙালির মনে রাতারাতি।

হে মহান বীর!
মুক্তিকামী তুমি ছিলে নির্ভীক অবিচল
তোমার জন‍্য‌ই পেয়েছি স্বাধীন দেশ
ভেঙ্গেছে পরাধীনতার শেকল।
বাংলাদেশের মানচিত্র তোমার রক্তের দাম
বাঙালির হৃদয়ে রবে চিরভাস্বর তোমার নাম
তোমার আত্মত‍্যাগের স্মৃতি রবে চিরবহ্নিমান
লাল-সবুজ পতাকায় তোমার নাম রবে অম্লান
প্রজন্মের পর প্রজন্ম জানবে
মাতৃভূমির স্বাধীনতার সূর্য সন্তান–
অকুতোভয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Exit mobile version