Site icon Shaili Tv

কৃতঘ্ন ভালোবাসা নিষ্কলুষ প্রেম / তরুণ কান্তি বড়ুয়া

তোমার বিশ্বাসের প্রাচীর শক্ত ভেবেছিলাম
আমার আত্মবিশ্বাস, তোমার বোধটুকুও সুদৃঢ় ছিল
ভাবতেও অবাক লাগে
হালকা বাতাস যে ভূমিকম্পকে কুপোকাৎ করবে।

তোমার বিশ্বাসের ভরাডুবি
আমাকে আত্মপ্রত্যয়ী হতে শিখিয়েছে
ঝড়ের মাঝে আত্মনির্ভরশীল হওয়ার আশ্বাস মন্ত্রে,
অথচ গ্রীষ্মের প্রচণ্ড রৌদ্র তাপে
একটুও ক্লান্তিতে ভুগতাম না
শরৎ এবং বসন্ত কালেও না,
শীতের শিশির ভেজা জলেও
শরীরটা আকণ্ঠ নিমজ্জিত থাকতো।

এখনও কিন্তু তোমার ভ্রান্ত প্রতিজ্ঞা
মিথ্যার দেওয়াল দাঁড় করিয়েছে
কন্টকাকীর্ণ পিচ্ছিল পথ পরিক্রমায়
স্নেহ ভালোবাসার আনন্দ নিকেতনে
কি সেই দানবীয় শক্তি?
অহংকার বা প্রাচুর্যের নেশায় ভর করে
তান্ডব ঘটিয়েছে শান্ত নদীতে বান জাগিয়ে
এবং মুহূর্তেই তছনছ করে দিয়েছে বিশ্বাসের স্বর্গরাজ্য।

আমি বিস্মিত হবো, যখন দেখব তুমি হারিয়ে যাচ্ছ
অনাবাদি অরণ্যে বা অন্ধকার কূয়োর মাঝে,
যেখানে তলিয়ে যাবে কৃতঘ্ন ভালোবাসা
নিষ্কলুষ প্রেমের বন্ধন থেকে।

লেখক : সাবেক অধ্যক্ষ, রাঙ্গুনিয়া সরকারি কলেজ

Exit mobile version