জীবনে কেউ একজন থাকা চাই
যে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে।
তার কাছে শুধু আমার ভালো থাকাটা
সবসময় গ্রহণযোগ্যতা পাবে ।
দুচোখ জুড়ে স্বপ্ন এঁকে দেওয়ার জন্য
কেউ একজন থাকা চাই ।

এমন একজন থাকুক, যে আমাকে অদৃশ্যভাবে
অনুপ্রেরণা যোগাতে ব্যস্ত থাকবে
তার সবটুকু ভালোবাসা দিয়ে ।
কেউ একজন থাকুক,
যে আমার চোখে হাত চেপে নিয়ে যাবে
কাশফুলের শুভ্রতার মোহমুগ্ধ পরিবেশে,
চোখ খুলে আমি বিস্মিত হবো অবাক করা সুখে।

কেউ একজন এসে বলুক চলো,
চাঁদের দেশে ঘর বাঁধি
আর কেউ থাকবে না সেখানে
থাকব শুধু তুমি আর আমি।
কেউ একজন থাকা চাই,
যে আমাকে আজীবন ছায়া দেবে
কড়কড়ে রোদ্দুরের তাপদহনে ।

এমন একজন থাকুক
যার সাথে মনের কথা বলব পরমানন্দে
পৃথিবীর সবটুকু সৌন্দর্যকে দেখব তাঁর চোখে ।
কেউ তো বুঝুক আমার আমিকে
খোঁজ রাখুক আমার অন্তর আত্মার ।
কারো কাছে কিছু ঋণ হোক প্রেমের
ভালোবাসার দামে শোধবোধ হোক তাঁর খানিকটা
কিছু রয়ে যাক স্মৃতির পাতায় ।

কেউ তো থাকুক আমার ভুল গুলো শুধরে দিয়ে
সকালের মিষ্টি রোদ্দুরের মতো ভালোবাসুক
বাগানের টকটকে লাল গোলাপটি
আমার চোখের সামনে রেখে বলুক
এসো তবে ফিরে যাই প্রকৃতির কোলে
ফুল, পাখি আর প্রজাপতি হয়ে
হেসে খেলে কাটাব প্রহর দুজনে কুজনে ।