পতেঙ্গা শাহীন গল্্ফ এন্ড কান্ট্রি ক্লাব আয়োজিত কেডিএস নিউ ইয়ার কাপ গল্ফ টুর্নােেমন্টের দ্বিতীয় আসর গত শনিবার সম্পন্ন হয়েছে। এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ কামরুল ইসলাম, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, ঘাঁটি এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এবং প্রেসিডেন্ট, শাহীন গল্্ফ এন্ড কান্ট্রি ক্লাব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে কেডিএস গ্রুপের এর ভাইস্ প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব স্কোয়াড্রন লীডার ওয়াসেক-উল-বারী। টুর্নামেন্টে ২১ জন মহিলা, ২৩ জন জুনিয়র গলফার সহ মোট ১৮৯ জন গল্্ফার অংশ গ্রহণ করেন।
টুর্নামেন্টে বিজয়ীরা হলেন : উইনার- এয়ার কমডোর বদরুল আমিন, রানার আপ- মোঃ গোলাম মঈনউদ্দিন, বেস্ট গ্রস- এইচ এম শোয়েব, ২য় রানার আপ- জাহিন আহমেদ, ২য় বেস্ট গ্রস- মেজর মোঃ মোকাদ্দেস হোসেন, ৩য় রানার আপ- লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল ইসলাম, বেস্ট ব্যাক নাইন- লেফটেন্যান্ট কর্ণেল ফারাহ মো. ইমতিয়াজ, বেস্ট ফ্রন্ট নাইন- লেফটেন্যান্ট কমান্ডার শরীফ খান, ম্যাক্সিমাম পার- ক্যাপ্টেন মনজুরুল হোসেন খান, লংগেস্ট ড্রাইভ- আজমাঈন তারিক, নেয়ারেস্ট টু দ্যা পিন- স্কোয়াড্রন লীডার শাখাওয়াত আনোয়ার, কনভেনশনাল অন উইথ নেয়ারেস্ট টু দ্যা পিন- গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর মো. হাসান, ৯ হোল ক্যাটাগরিতে উইনার- মীর কাশিম চৌধুরী, রানার আপ- এয়ার কমডোর একেএম এনায়েতুল কবির, ২য় রানার আপ- নাঈমুল ইসলাম, লেডিস উইনার- মিসেস শারমিন মঈনুল, লেডিস রানার আপ-মিস আফরিন হাসান, লেডিস বেস্ট গ্রস- মিসেস ইলোরা সোলাইমান, জুনিয়র উইনার-মাস্টার মাসরুর মুস্তাঈন, জুনিয়র রানার আপ- মাস্টার তাসনিম কারার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপ এর উর্ধ্বতন কর্মকর্তাসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।