Site icon Shaili Tv

কেন এমন হলো / লিপি বড়ুয়া

মনের ক্ষতটা দিন দিন তীব্র হচ্ছে
ঠিক বুকের মাঝখানটায় চিন চিন ব্যথার অনুভূতি
কষ্ট ভীষণ রকম কষ্ট!
কতটা বোকা মন আমার
মুখোশের আড়ালে লুকিয়ে থাকা তোমার কুৎসিত চেহারাটা একবারও দেখতে পেলাম না!
খুব কি প্রয়োজন ছিল?
মিথ্যা ভালোবাসার মায়ায় বাঁধার?

কষ্ট হয় ভাবি যখন তোমার ছলনায় ভুলেছি
আমার বিশ্বাসের এই মান কি রাখলে তুমি ?
একবারও কি ভেবেছ কতটা আঘাতে
ক্ষত বিক্ষত করেছ আমাকে।
যতবার হিসেব মেলাতে যাই অসহায় হয়ে পড়ি
ঘৃণায় গা গুলিয়ে আসে,
আর ভাবতে পারিনা কিছু মাথা ঝিমঝিম করে ।

অশান্তির ছায়াপথ ধরে অপেক্ষা আর অপেক্ষা
চিলেকোঠার জানালার গ্রিল ধরে দাঁড়াই
শূন্য আকাশের মুখোমুখি হতে
অভিমানের হাজারটা প্রশ্ন ছুঁড়ে দিই তারকারাশিতে
তোমাদের কি আছে জানা?
আমার সুখের ঠিকানা?
কেন এমন হলো?
কথা দিয়ে কেন কথা রাখলে না?

এমন হাজারো প্রশ্নে মনকে সতেজ করার ব্যর্থ প্রচেষ্টা
হঠাৎ জানালায় ভেসে আসে হাসনাহেনার মৃদু সুবাস,
ক্ষণিকের জন্য নস্টালজিয়ায় ডুবে গেল মন
আবার ভুল ভাবনার ভূবনে
অবচেতন মনে হারিয়ে যাওয়া
ভাল্লাগেনা আর ভাল্লাগেনা, অযথা সময় নষ্ট করা।

মুক্তি চাই সমস্ত দুঃখের কারাবন্দি জীবন থেকে
মুক্তি মেলে না সহজে জড়িয়ে গেলে প্রেমের ঋণে।
খুব বুঝতে পারছি আমি ,খুব বুঝতে পারছি
তোমার সর্বনাশা ভালোবাসা
আমাকে আরো কষ্টে নীল করবে,
একসময় ক্লান্ত পথিক হয়ে চোখ বুঝব
পৃথিবী নামক গ্রহের সমস্ত হিসেব চুকিয়ে ।
তুমি কি তখন আমায় খুঁজবে মনের ভুলে?

Exit mobile version