Site icon Shaili Tv

কেমন আছো তুমি/ আজিজ রাহমান

কেমন আছো তুমি? এমন সাতটি শৃঙ্খল বর্ণখচিত
রিমঝিম কারো ঠোঁটের স্পর্শ নেই আমার
এমন কি নেই কারো হৃদয়বোনা ‘কেমন আছো তুমি?’
আমার আছে অবারিত মায়ার হিরন্ময় প্রজাপতি
পৃথিবীর তাবৎ স্বপ্নের বৈভব
সবুজাভ প্রাচুর্যের সীমানা পেরিয়ে
ঝর ঝর ঝরনাধারা – কী নেই?
তবুও আমি কি আমার মধ্যে আছি?
আমি তো লেলিহান তৃঞ্চায় খাবি খাচ্ছি অচেনা জলডুবিতে
আমার যে নেই ‘কেমন আছো তুমি?’ উতলা বাহুর লকলকে স্পর্শ
কী আত্মা সম্পর্কীয় বা কী রক্ত সম্পর্কীয়
কারো নেই সেই টান টান স্নিগ্ধ বোল তরঙ্গের ছিঁটেফোটা
‘কেমন আছো তুমি?’ কুশলাদি বিহীন
আমার অথই সমুদ্রে ডুবো ডুবো আর্তনাদ নির্বাক খোলস দেখছে
‘কেমন আছো তুমি?’ আলাপ বিহীন
আমার নিঃসঙ্গ ঝিনুক হাহাকারে বিধ্বস্ত বিষ্ময় অপেক্ষা করছে
একচিলতে একলহমা অস্তিত্বের স্বর্গবাস নাগাল পাবার জন্য
আমার যে নেই কারো একচুমুক উন্মুখ টান ‘কেমন আছো তুমি?’

Exit mobile version