Site icon Shaili Tv

কোভিড ঈশ্বরী / মাহবুবা চৌধুরী

ওষ্ঠে জড়ানো টুকরো কবিতা, ঝুমকো লতার ফাঁকে
দুরন্ত আয়ু চৈতন্য জুড়ে, প্রেয়সীর ছবি আঁকে।

দেহগত সুরে মেঘেদের ঘ্রাণ, শাড়ির নক্সাপাড়
প্রেমজ পরশে কেঁপে ওঠা ঠোঁটে, আনন্দ শীৎকার।

দুচোখে দীঘল স্বপ্নের নীড়, সোনালি রৌদ্রে ওড়ে,
উড়ন্ত নদী খর বেগে বয়, মনমগজের ঘরে।

হঠাৎ সুখের নদীর জলেতে, ভিড়লো অশুভ তরী
নগ্ন ভূগোল ঠিকরে দুচোখে, কোভিড যে ঈশ্বরী।

পৃথিবীর যত বায়ু ছিল বুকে, কোথায় যে গেল চলে
কোভিড তোমার ঝুলিতে আরও, কত প্রাণ নিবে তুলে।

পড়ে আছে ভোর, শিশির সিক্ত, উন্মুখ কত স্বাদ।
আত্মার দ্যুতি বিষাদে জড়ালো, অসহ রক্তপাত।

তারুণ্য লাল সূর্যটা আজ, ঢলে পড়ে অবশেষে
লিখে রেখে যায় প্রেমের গল্প, মৃত্যুভুক আবেশে।

বিবশ চাহনি ঘুরে ফিরে কার, শ্মশানে জ্বালিয়ে শিখা
কত রঙ মুছে দিয়েছে কোভিড, হবে কি-তা জলে লেখা

বিকীর্ণ ব্যথা ঝরে পড়ে আজ, শত ধনিষ্ঠা হতে
চলো চুম্বন করি সবে মিলে, এই বেদনা করাতে।

Exit mobile version