Site icon Shaili Tv

গহীনের গল্প / নাজনীন লাকী

হাত বাড়িয়ে আগলে রাখো মনের গহীনে
ইচ্ছে হলে ছুঁয়ে দিও আলতো করেই।
আমি কিন্তু নীরব রবো
মুখে রবে না কথা।

বুক যে তোমার ভীষণ চওড়া
লোমশে ভরপুর,
আমি জানি সে বুকেতে
বিচরণ করে তোমারি মিলনসুধা।
তবওু তুমি হাত বাড়ালে আমারও দিকে
আমি কিন্তু একলাই রবো
তোমারি বুকপানে।

তুমি যদি বলো ওতে জায়গাতো যে নাই
আমি তখন সরে এসে দূরে নেবো ঠাঁই।
আমায় যখন খুঁজবে কোনো অবসরে
আমি তখন অনেক দূরে, পাবে নাকো খুঁজে।

Exit mobile version