Site icon Shaili Tv

চট্টগ্রামবাসীকে মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দফতর সম্পাদক পদ দিয়ে চট্টগ্রামকে মূল্যায়ন করেছেন। প্রধানমন্ত্রী আমাকে চট্টগ্রাম থেকে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য সুযোগ করে দিয়েছেন। সততা ও নিষ্ঠার সাথে এই গুরু দায়িত্ব পালন করতে আপনাদের সহযোগিতা চাই।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশনে এক গণসংবর্ধনায় তিনি এসব কথা বলেন।আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে দপ্তর সম্পাদক হিসেবে নিযুক্ত করায় চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ গণসংবর্ধনার আয়োজন করে। ঢাকা থেকে ট্রেনযোগে চট্টগ্রাম রেলস্টেশন চত্বরে পৌঁছলে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে বরণ করে নেন হাজারো নেতাকর্মী।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলাম। কর্মজীবনে সাংবাদিকতা করেছি। বাংলাদেশ টেলিভিশনের প্রডিউসার ছিলাম। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতি করার কারণে আমাকে চাকরিচ্যুত করেছিল। চাকরি থেকে বের করে দেওয়ার পর আমি লন্ডনে গিয়ে ব্যারিস্টারি পড়া শুরু করি। পড়া শেষে সবুজ পাসর্পোট হাতে নিয়ে দেশে এসেছি। যখন দেশে ফিরে আসি তখন অনেক বন্ধু বলেছে আমি ভুল করেছি। কিন্তু আমি এখন বলছি আমি ভুল করিনি। নেত্রী আমাকে সম্মানিত করেছেন। চট্টগ্রামবাসীর ভালোবাসা ও দোয়ায় আমি বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের পদ পেয়েছি। আমি অভিভুত, আমি আবেগাপ্লুত। নেতাকর্মীদের ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ।’
আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের প্রতি বিশেষ নজর দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এবারে কাউন্সিলে বীর চট্টলার আট জনকে সম্মানিত করেছেন, এ অর্জন চট্টগ্রামবাসীর। বিশ্বের কোন দেশে এমন নেত্রী নেই, যিনি পুরো পরিবারকে হারিয়ে নিজেকে নতুন উদ্যমে এগিয়ে নিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা তা প্রমাণ করেছেন। জাতির দুঃসময়ে দেশের হাল ধরেছেন। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়।
এ সময় তিনি আগামী ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বর্ষীয়ান নেতা মোছলেম উদ্দিনকে জয়যুক্ত করারও আহব্বান জানান।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে গণসংবর্ধনায় বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ।
এসময় মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে বিপ্লব বড়–য়া চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ বেশ কয়েকজনের কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। রাতে নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

Exit mobile version