Site icon Shaili Tv

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু অনলাইন ক্লাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে অনলাইনে পাঠদান। যদিও দুর্বল ইন্টারনেট সংযোগ, প্রয়োজনীয় ডিভাইসের অভাব, আর্থিক সমস্যা- এমন নানা সমস্যার কথা ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা।
করোনাভাইরাস মহামারীতে বন্ধ থাকায় ‘ক্ষতি পোষাতে’ অনলাইন ক্লাস শুরু হলেও এসব সমস্যার কারণে ভোগান্তিতে পড়েছেন বলে তাঁরা জানিয়েছেন।
দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর দুই সপ্তাহ পর সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ছুটি ঘোষণা করে চবি কর্তৃপক্ষও। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী বাড়ি ফিরে যান। প্রায় সাড়ে পাঁচ মাস পর রোববার বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস শুরু হয়।

Exit mobile version