Site icon Shaili Tv

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত মিলনমেলা ৮ জানুয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চবি গণিত অ্যালামনাই এসোসিয়েশন’ উদ্যোগে আগামী ৮ জানুয়ারি শনিবার বিকেল ৩ টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘গণিত মিলনমেলা ২০২২’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. এমদাদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্লাহ। এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে : বিকেল ৩ টায় রেজিস্ট্রেশনকৃত সদস্যদের মাঝে খাবারের কুপন ও উপহার বিতরণ, সদস্যদের স্মৃতিচারণ ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল ৪ টায় পিঠা উৎসব, সদস্যদের ব্যাচ ভিত্তিক পরিচিতি পর্ব, আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে নৃত্য পরিবেশন, সন্ধ্যা ৬টায় আলোচনা অনুষ্ঠান ও কৃতী সন্তানদের মাঝে ক্রেস্ট বিতরণ, সন্ধ্যা ৭.৩০টায় আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সংগীত পরিবেশন। পরে নৈশ ভোজ ও র‌্যাফেল ড্র। এতে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অ্যালামনাই এসোসিয়েশনে সভাপতি ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন এবং গণিত মিলনমেলার আহ্বায়ক অধ্যাপক আমিরুল মোস্তফা ও সদস্য সচিব মো. মাজহারুল হক অনুরোধ জানিয়েছেন।

Exit mobile version