চলো যাই পূর্ণিমা রাতে জোছনা কুড়াই !
সে দিনের মত প্রেমে পড়ি আবার !
জোছনার আলিঙ্গনে চলো রূপকথার দেশে যাই ,
হৃদয় ভর্তি জোছনা নিয়ে এসে চলো দু’জনে মায়ার পালঙ্ক সাজাই ,
চলো সে দিনের মত প্রেমে পড়ি আবার !
তুমি আর আমি বারেবার।
চলো যাই খোলা হাওয়ার মৌন পরশে!
সে দিনের মত প্রেমে পড়ি আবার!
তোমার চোখে চোখ রেখে স্বপ্নে ভেসে বেড়াবো উড়ে যাওয়া পাখির মত,
শিশিরের আদর মাখা স্পর্শ নেবো,
চলো সে দিনের মত প্রেমে পড়ি আবার,
তুমি আর আমি বারেবার।
চলো দু’জনে মিলে যাই সমুদ্র স্নানে,
ঢেউয়ের তালে তালে ভাসিয়ে দিই সমগ্র কষ্টগুলো যতনে,
সে দিনের মত প্রেমে পড়ি আবার!
ভেসে যাক…
তলিয়ে যাক…কষ্ট,
ভালোবাসা থাকুক! ভালোবাসা!
সমুদ্রের গর্জন শুনবো দু’জন,
চলো সে দিনের মত প্রেমে পড়ি আবার!
তুমি আর আমি বারেবার।
চলো দু’জনে মিলে পাহাড় দেখে আসি,
দেখে আসি সবুজের হাসি!
সে দিনের মত প্রেমে পড়ি আবার!
সবুজের মেলায় হারিয়ে ঝিঁ ঝিঁ পোকার দেখবো ভালোবাসাবাসি,
চলো সে দিনের মত প্রেমে পড়ি আবার!
তুমি আর আমি বারেবার ।
চলো নৌকায় নদী হয়ে যাই পার,
সে দিনের মত প্রেমে পড়ি আবার !
মাঝির কণ্ঠে গান শুনে শুনে ভেসে যাব কল্পনায় ,
অজানা ঠিকানায়,
চলো সে দিনের মত প্রেমে পড়ি আবার!
তুমি আর আমি বারেবার।
বলার পরও কিছু কথা থেকে যায় বলার!
না বলা কথা বলার জন্য প্রেমে পড়বো দু’জনে আবার!
তুমি আর আমি বারেবার…..
বারেবার