Site icon Shaili Tv

চাই সুস্থ পৃথিবী / লিপি বড়ুয়া

রাতের আকাশের দিকে তাকিয়ে
অর্পা বিড়বিড় করে বলছে অভিমানে,
তোমার শহরে আমি আর ফিরবো না
তোমার শহর আজ বড্ড নীরব আর রঙহীন।
এই আকাশটাই বরং আজ বেশি প্রিয়
একা একা তারা গুনি রাতভর
শুকতারা খূঁজে ফিরি পুরো আকাশময়
এই তো আছি বেশ!!

পৃথিবী জুড়ে আজ ভয়ংকর নিস্তব্ধতা!
চাপা কষ্টে হৃদয় জুড়ে হাহাকার
চারিদিকে বিষাদময় নীরবতা!
কোথায় গেলে মিলবে শান্তি
কোন দেশে গেলে পাই স্বস্তি?
বিশ্বময় অস্থিরতায় কাটছে সময়
যাপিত জীবনের গল্প আজ এলোমেলো,
দ্রুত অসুস্থতা কাটিয়ে
ফুটে উঠুক সুস্থতার আলো।

আমি আবার হেসে খেলে এই পৃথিবীতে
গড়বো ভালোবাসার ঘর,
আকাশ নীলে নীলাক্ত হবো
প্রেমিকের চোখে স্বপ্ন হবো।
আলতা পায়ে নরম ঘাসের শিশির মাখবো
মুঠো মুঠো সোনালি রোদে শরীর জুড়াবো,
জারুলের বেগুনি আভা মাখবো গায়ে
কৃষ্ণ চূড়ার লালে লাল টিপ পড়বো কপালে।

হে আকাশ তুমি কি শুনছ?
তবে দাও ভালো করে আমার পৃথিবীটাকে
আমি চাই সুস্থ পৃথিবীর সবুজ মমতা
আমি চাই আনন্দ অবগাহনে
হোক আমাদের সকলের বেঁচে থাকা।

Exit mobile version