মুগল সম্রাট জালালউদ্দীন মোহাম্মদ আকবর যবে চড়িলেন দিল্লী সিংহাসন
দ্বিতীয় পানিপথ যুদ্ধ-জয়ী, ৫ নভেম্বর ১৫৫৬ খৃষ্টাব্দ-তাঁর ২৯ রাজত্বকাল শাসন
দশম সভাসদ-রত্ন ইরানি জ্যোর্তিবিদ আমির ফতুল্লাহ শিরাজীর প্রণয়ন
মতান্তরে তার-ও আগে প্রথম স্বাধীন বাঙালি নৃপতি শশাংক রাজত্বে চয়ন
১২ এপ্রিল ৫৯৪ খৃষ্টাব্দ-বাংলা মুলুকে চালু হৈল বঙ্গাব্দ সৌর বাংলা সন।
কৃষক, কামার-কুমার, তাঁতি, মাঝি,
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টান, আদিবাসী সম্প্রদায় জন
গোয়ালে গরু, গোলায় ধান,
পুকুরে মাছ-বদ্বীপ মাটি-জলে সুখ-শান্তি নীড় এক ঠাঁই মন।
বিশাখা, জাইষ্ঠা, আষাঢ়া, শ্রাবণা, ভাদ্রপাদা, অশ্বিনী, কৃতিকা,-ঝিকমিক গগন
পুস্যা, আগ্রৈহনী, মঘা, ফাল্গুনী, চিত্রা-‘সূর্য সিন্ধান্ত’ মতে আকাশ-লোকে দীপ-ধন
এইসব নাক্ষত্রিক নামে, সৌরপঞ্জিতে বারো মাস-বৈশাখ, জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণ,
ভাদ্র, আশ্বিন, কার্তিক, আগ্রাহয়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র-কী মধুর নামকরণ।
রবি-সূর্য, সোম-চাঁদ, মঙল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি গ্রহবাড়ি ধরে বারের ধরন
বর্ষপঞ্জি ঘিরে রাজপূণ্যাহ, হালখাতা, মিষ্টিমুখ, বিশুদ্ধ পঞ্জিকা মতে কৃষ্টি প্রচলন
মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর,কুম্ভ, মীন রাশিগণ
কোষ্ঠী-হস্তরেখা বিচারি গণক আচার্য্যের কোথায় পড়বে ‘বিউ’ নতুন বছরে ফল গণন।
পাহাড়ে সমতটে ‘বিজু উৎসবে’, জলকেলি,
হারগেঁজি ফুল-নিম পাতা সাজে ঘর-গেরস্থালি বাতায়ন
জাঁক পুড়া, হলুদ বাটা স্নান, শত্তুর কাটা,
নাড়–-খইয়ের ছাতু, আট-কড়াই, সর্ব-পদী নিরামিষ পাঁচন ।
বলি খেলা, সূর্য-খোলা’য় বায়োস্কোপ, নাগরদোলা, বাঁশি, দুধ-আইসক্রীম-মাঠায় তৃষ্ণা হরণ
ললিপপ, কাওয়া-বগার ঠ্যাং, মুড়ি-মুড়কি-মোয়া, বাতাসা, তরমুজের কাটা ফালি, খিরা ভক্ষণ
কেনাকাটা-পট, রেশমি চুড়ি, ঝাঁটা-পিছা, কলসী, শীতল পাটি, বেতের মোড়া, হাতপাখা বুনন
নানা আয়োজনে রমনা বটমূলে, ডিসি হিলে, মুখ-মুখোশে মঙল শোভাযাত্রা আনন্দী বর্ষবরণ
১৪২৭-১৪২৮, করোনা বিবর্ণ ১ বৈশাখ-হাজার বছর ধরে চলেছিল পৃথিবীর সোনালি উদ্যাপন।