নতুন করে ভাববো বলে,
নতুন আশার আলো নিয়ে, নিজেকে আলোকিত করবো ভেবে
মনে জমেছে সাধ, ইচ্ছেগুলোর হোক না ছুটি মন মাতানো রঙিন সুতোয়,
কখনো লাল রঙে রাঙাবো যেমন,
কখনো আবার নীল কষ্টে মৃদু হেসে, করবো লালন ভালোবাসাদের।
কখনো কালো রঙেই একফোঁটা সাদা হবো গাঙচিলের বেশে,
কখনো সুপ্ত আশায় দুরন্ত হবো দিকবিদিক ছুটে
নিজেকেই থামিয়ে দিবো চেনার ভীড়ে অচিন পাখিদের,
তবুও আমি ভালোবাসবো এবার আমার আমিকে।
যে যাই ভাবুক,যে যাই বলুক
সংকোচ করিনা সত্য যখন
ভুলের মাশুল তখনই দিবো যখন কোন মিথ্যে হবো
মুক্ত হাওয়ায় ঘুড়ির মতো উড়বো বলে স্বপ্ন বেঁধে
সেদিন আমি সুতো হবো লাটাইটা না হয় তোমরা হয়ো আগলে রেখে অবশেষে,
মন খুলে ভালোবাসা দিতে কৃপণ যেন না হই আমি
ঠিক তেমনি কঠিন হবো মিথ্যে যখন বাঁধবে চারিদিকে,
মিথ্যারা সব দূরে থাকুক, সত্য থাকুক শক্তি হয়ে,
আজীবন কৃতজ্ঞ হবো, আত্মসম্মান সাথে নিয়ে,
তবুও আমি ভালোবাসবো অভিমানের বুদবুদ হয়ে
উড়ে যাক এবার অভিযোগেরা শিমুল তুলা হয়ে,
ভালোবাসায় সিক্ত হয়ে বাসবো ভালো ভরসা রেখে,
এবার আমি শুধুই আমি হবো
হবো না আর অবহেলা
বাঁধবো আমি, নিজের নিজেকে,
শক্ত মুঠোয় আগলে নিয়ে,
অনেক হলো, বেলা এবার তো জাগারই সময়
জেগে জেগে ঘুম গেলে কি আর জাগানো যায় অবশেষে,
এবার তাহলে জেগেই হবো নতুন জাগরণের দিশা হয়ে,
সুপ্ত আশায় লালিত আশাদের নিয়ে
এবার আমি রঙিন হবো,
আসুক যতো বাধার পাহাড়
উঠতে হবে কঠিন সিঁড়ি
তবুও এবার,
চেনা আকাশটাতে রঙতুলি হয়ে,
এবার আমি শুধুই আমি হবো।