Site icon Shaili Tv

চৈতী রাতে কবিতার সাথে / লিপি বড়ুয়া

চৈতালি রাত চৈত্র মাসের কোমল রূপ সৌন্দর্য
চাঁদের আলো অপলার মুখে রক্তিম আভা ছড়িয়েছে
উত্তাল যৌবনের মহাসঙ্গীতে মাতাল সমীরণ
আমাকে করেছে উতলা।

কবিতার শব্দগুলো টগবগিয়ে
শিরা উপশিরায় কাঁপন তুলেছে,
আজ তারায় তারায় রটিয়ে দেব
প্রেমের কাব্যকথা।

রাতের গভীরতা ভেঙে চুরমার করে দেবে
জোছনার ফেরিওয়ালা,
মুঠো মুঠো সোনালি আলো প্রজাপতির মতো
ছুটে ছুটে তোমায় আদরে জড়িয়ে নেবে।

আমি কবিতায় ঝড় তুলবো
চৈতি রাতের ভরা পূর্ণিমায়
তোমার জন্য এনে দেব এক পৃথিবী সুখ।

আমাদের একটি নিশিযাপন হোক
চৈতী রাতের ফুটফুটে চাঁদের আলোয়,
কবিতার সাথে কাটুক কিছু সময়।

ভাঙা গড়ার টানাপোড়েন পেরিয়ে স্বপ্ন বাঁচুক
অতীতের কষ্টগুলো ফিরে না আসুক
আগামীর পথচলা আনন্দে হোক।

Exit mobile version