Site icon Shaili Tv

ছয় দফা / সৈয়দ জিয়াউদ্দীন

স্বাধীনতার এক দফারই ভিত্তি ছিল ছয় দফা
ঐ এক দফায় শত্রুকুলের হয়েছে দফা রফা
বাঙালিদের শৌর্য বির্যের ইতিহাসটা গৌরবের
যে যতটাই দিক অপবাদ কমবেনা তার সৌরভের

ছয় দফাতে বাঙালিরা বন্ধ দুই চোখ মেলেছে
ছয় দফাতেই পাকি্স্তানের তক্ত তাউস হেলেছে
পাকিস্তানের যে জান্তারা কভু কিছুই দাবেনি
ছয় দফাতে তাদের মরন হবে কভু ভাবেনি

বঙ্গবন্ধুর দুরদর্শী নেতৃত্বের ফসল এই
সমূলে বিনাশ করেছে স্বাধীনতার বিরোধকেই
তিনিই ছিলেন দেশ রূপকার লক্ষ্য ছিল আপোষহীন
তাইতো কোন শক্তি তাঁকে করতে পারেনি বিলীন

বাঙালিদের মুক্তি ছিল ছয় দফারই মূল বিষয়
তাইতো পাকিস্তানি জান্তা পেয়েছিল মরন ভয়
ছয় দফাতে স্বাধীনতা ছয় দফা এনেছে জয়
ইতিহাসে এই ছয় দফা থাকবে অমর ও অব্যয়।

Exit mobile version