Site icon Shaili Tv

ছায়াটুকু দাও / রাশিদা তিথি

আমাকে সেই বৃত্তাকার
ছায়াটুকু দাও, হে বৃক্ষ
আমি তার নিচে বসি
তীব্র দাহে মাটি ফাটে
চটচট শব্দে ছাতি ফাটে
উত্তাপে পোড়ে দুটিচোখ।
এ কী অনির্বচনীয় বেদনার
অকূলান কবল!

যদি ফিরে আসো
এই জনমের কসম
বাড়িয়ে দেবো ঠোঁট
দেবো নাসপাতি বন
মেঘনার কূল দেবো
যখন-তখন ভেসে উঠো
তুমি জীয়ন সাঁতারে।

শুভসন্দেশ নিয়ে আসো
ওগো চতুর্দিকের বায়ু
গান গেয়ে সে আসে
রাহস্যিক প্রিয় হাসি চোখে
এইবার কাকতাড়ুয়ার
কালো হাত থেকে
মুক্তি হলো দাহিত জনম।

Exit mobile version