তোমার নামে জেগে উঠুক পুরানো শাড়ির ভাঁজ
শাড়ির ভাঁজে জোছনা উঠুক হেসে-
পুড়িয়ে দিক অগ্নিদাহ তাপ।

কার্নিশেতে একটা মায়া স্মৃতি-
তোমার নামে খাচ্ছে কেবল দোল।
করতলে জমাট তোমার ঠোঁট আঁজলা পেতে অসীম খুঁজে পায়।

আর কতটা রাত্রি হলে তুমি-
আসবে ফিরে বুকের ওমে নিতে?
আর কতটা কাঙাল হলে ভোর, রাখবে খুলে প্রণয় নায়ের দোর?

আমিও আজ জলের গিয়ে
মুক্ত হবো সকল বাঁধন থেকে-
তুমিও থেকো মুক্ত আকাশ খোলা চিঠি পেলে।