জলছবি নাকচাবি কোমরের বিছা
ছুঁয়ে ছুঁয়ে যায় আজো নয়নের তৃষা
আবীর রাঙানো মন নূপুরের ছন্দে
গোপনে বাজায় সুর লিলুয়া বসন্তে
বিবশ বেতসক্ষণ রয় অবহেলে
বিরহী হাওয়া ওড়ে প্রেয়সী আঁচলে।
টুপটাপ ঝরে পড়ে সুখের বিলাস
ঝরা পাতার মতন করে হাহুতাশ
স্বপ্নের ফেরিওয়ালা হাঁক দাও ওগো!
ভরে দাও অনুরাগ মন তার রাঙো।