এই নীলাভ সমুদ্রমালায়
লেনাদেনা হীন ভালোবাসা,
একরাশ নির্ভরতা শুধু
দৃষ্টির বাহিরের মায়ায়।
আঙুলের ডগায় ক্ষুদ্র জলরাশি
স্তব্ধতায় হংসের ভেলায়,
আনমনে নির্বাক বলাকা
দ্বিধাহীন উড়ে বেড়ায়।
আয়োজনে ছন্দময় স্রোত
আবর্তিত আল্পনায়,
ফেনিল ঘূর্ণায়মান
নিঃসীম গহীনের নীরবতায়।
বিষাদময় গোধূলি বেলায়
লহরী মিশে অস্তরাগে,
রঙধনু আঁকে ছায়াপথ
হৃদয়ের চুপচাপ আবেগে।
একদিন দীপ নেভে যাবে
সব গল্প ভাসবে জ্যোৎস্নায়,
অনিশ্চিত পরপারে জোনাকি
প্রেমের নদী মিশে গেছে মোহনায়!