একদিন সমুদ্রের তীর ধরে হাঁটছি
সাথে ছিলো মনপাখি
হাঁটতে হাঁটতে কতকিছু চোখের ভেতর
ঘুলঘুলি খেলছে
তা দেখার চোখ – দেখছে শুধু !

এমন দৃশ্য দেখে মনের ইচ্ছেরা
এ- মন থেকে ও- মন ছেড়ে অন্য শহরে
খুঁজে – ফিরে নীড়ের ভেতর উম্
বেলা যায়, দিন যায়
তবুও অপেক্ষার আঁচে পুড়াই চোখ।

হঠাৎ বিকেল বেলার গায়ে
নীল কানামাছি ভোঁ ভোঁ করে ঘুরছে খুব
মনের মধ্যে এক সমুদ্র স্বপ্নেরা
দামাল নদীর কলস্বরে ডুব দেয় মুক্তোর খুঁজে
যখন জলের টিপ কপাল ছুঁলো
তখন ছোঁ মেরে থলথলিয়ে ওঠে সুখ
এটি হচ্ছে জীবন কূপে মানুষ হওয়ার আনন্দ!