কত পাখি আসে আর যায়
ফুলও কত ফোটে,
কত মাঝি পাল উড়িয়ে
হাল ধরে ঠিক ছোটে।
গাছের পাতায় রোদের হাসি
মিষ্টি মধুর সুখ,
ভোরের বাতাস শীতল জলে
খুঁজে নবীন মুখ।
অলস ঘুমের বন্ধ চোখে
বেলা হলো বেশ,
জেগে ওঠো খোকারা সব
জাগলো বাংলাদেশ!
কত পাখি আসে আর যায়
ফুলও কত ফোটে,
কত মাঝি পাল উড়িয়ে
হাল ধরে ঠিক ছোটে।
গাছের পাতায় রোদের হাসি
মিষ্টি মধুর সুখ,
ভোরের বাতাস শীতল জলে
খুঁজে নবীন মুখ।
অলস ঘুমের বন্ধ চোখে
বেলা হলো বেশ,
জেগে ওঠো খোকারা সব
জাগলো বাংলাদেশ!