জীবন লিখতে লিখতে একদিন
মৃত্যুর পরোয়ানা পাঠ করবো
যেদিন ফুরিয়ে আসবে জীবন জ্বালানি
জুড়িয়ে আসবে আকণ্ঠ!
প্রতিদিনই কিছু না কিছু লিখি,
গদ্য
পদ্য
অথবা কবিতার মতো কিছু একটা!
আবার শিখিও অনেককিছু
যা সময় দেখায়
চোখে আঁকায় নানা চিত্রপট!
শৈশবের দিনগুলো পাশঘেঁষেই দাঁড়িয়ে থাকে
গায়ে জড়িয়ে পৌষালি চাদর,
হেমন্তের বিকেলগুলো টেনে নিয়ে যায়
দাড়িয়াবান্ধার কোটে।
অতঃপর ভাবনাতেই খেলে যাই
ডানা মেলে উড়ে বেড়াই সাত আসমান
দোল খাই সুপারিগাছে বাঁধা দড়ির দোলনায়!
চৈতালি চাঁদ বলে যায় ব্যাঙের বিয়ের ঘর বাঁধতে
পল্লীসমাজের গীত বাঁধতে
আমি আষাঢ়ি পূর্ণিমা গায়ে মাখতে-মাখতে
প্রস্তুতি নিতে থাকি শেষ লেখাটি লেখার!