জীবন মানে একটি বাগান
কলি থেকে ফুলের ঘ্রাণ
জীবন মানে বৃক্ষ তরুর
সবুজ সতেজ লাখো প্রাণ।
জীবন মানে প্রভাত পাখির
কিঁচির মিঁচির ধ্বনির গান
জীবন মানে উতাল নদীর
কূল ভাঙ্গা তীর অবসান।
জীবন মানে জোয়ার-ভাটা
সুখ-দুঃখের চলছে খেলা
জীবন মানে ভাটার টানে
হারিয়ে যায় সাধের বেলা।
জীবন মানে এই পৃথিবীর
কান্না- হাসির রঙ্গশালা
জীবন মানে ঘাত প্রতিঘাত
স্রোতের টানে বয়ে চলা।