Site icon Shaili Tv

জোছনার মায়াবী ভালোবাসা / লিপি বড়ুয়া

এত যত্ন করে দুঃখটা না দিলেও পারতে তুমি
অকৃপণ ভাবেই কিন্তু ভালোবেসেছিলাম আমি।
তোমার আনন্দ তোমার সুখ কিসে
সবটাই গুছিয়ে দিতাম মমত্ববোধের দায়ে।
যতবারই অপমান ভুলে চেয়েছি কাছে টানতে
ঠিক ততবার তুমি ক্ষত বিক্ষত করেছ আঘাতে।

আজ বদলে গেছি তোমার জন্য
আবেগের বাঁধন করেছি ছিন্ন।
বারবার হেরে যেতে রাজি নয় মন
সে চায় , কেউ তো হোক আপন।
কেউ তো বুঝুক তাঁর অন্তরদহন
কেউ তো শান্ত করুক এই অশান্ত ক্ষণ।

সঙ্গী হলো নির্ঘুম রাত আর চাপা দীর্ঘশ্বাস
জোনাকির মিটি মিটি আলোকরশ্মিতে
মিটছে ক্ষণিকের ঘন কালো রাতের অন্ধকার ।
স্বপ্ন যেন আজ মায়াবিনী হরিণী
বক্ষ ভেদ করে কষ্ট হয়ে উঠে কাব্য কাহিনি ।
জানি, কখনোই আমাকে তুমি বিশ্বাসে রাখোনি
কেবল ভুলে ভরা জীবনের বোঝা টানছি।

ক্লান্তি ভর করার আগে ঘুরে দাঁড়ানোর চেষ্টা
আকাশের জ্বলজ্বলে তারকারাশি মনকে
সান্ত্বনার জোয়ারে ভাসাচ্ছে,
সতেজতায় ভরিয়ে দেওয়ার চেষ্টা
যেন থামছে না তাদের ।
স্মৃতি হাতড়ে সুখস্মৃতিকে আঁকড়ে ধরে
আরেকবার যেন পথ চলার নিরন্তর চাওয়ায়
নিজেকে বিলিয়ে দিলাম
জোছনার মায়াবী ভালোবাসায়।

Exit mobile version