Site icon Shaili Tv

জোবায়দা আক্তার চৌধুরীর কবিতা ‘ক্ষমা করো’

তোমার ভাললাগা আর ভালবাসা
সূর্য কিরণের মতোই আমার বোধগম্য
প্রতি মূহূর্তেই আমি টের পাই আমিও কাতরাই
তোমার সাক্ষাত পেতে মনটা চনমন করে উঠে
চাতকের মতো আমিও তোমাকে ছোট নামে ডাকতে থাকি

আমিও তোমাকে আপন করে পেতে চাই যেমন করে পেতে চাও তুমি আমাকে

ফুসফুসে ধমনীতে কিংবা অস্তিত্বে আছো তুমি, থাকবে
আমার সংসার, সন্তান এবং যাপিত জীবন….
পেছন থেকে খামচে ধরে আমার সবুজ জামা বুতাম ছিঁড়ে যায় আমি আহত হই

আমি নারী বলে নয়
মা বলে নয়
স্ত্রী বলে নয়
সম্পূর্ণ আমি, আসলে অসহায়

আমাকে দোষারোপ করোনা
আমার ঠোঁট কিংবা অধর
চৈতালি শুকনো পাতার মতো করে ঝনঝন শব্দ বেজে উঠে
তৃষ্ণা মেটেনা
ঘুম আসেনা
ভাবনা থামেনা
আমাকে ক্ষমা করো প্রেমিক
ক্ষমা করো যুবক
ক্ষমা করো প্রিয় মানুষ……..

 

Exit mobile version