বাড়ি সাহিত্য কবিতা টোল পরা ওই গালে কবিতাচট্টগ্রামদেশনারীসাহিত্য টোল পরা ওই গালে নীলিমা শামীম প্রকাশিত : সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ ১০:২৩ অপরাহ্ণ 571 নীল শাড়িতে সিঁদুর ফোঁটায় টোল পরা ওই গালে রক্তিম মুখ কাজল চোখ হাটো নাচের তালে। তোমার ছোঁয়ায় হর হামেশা বাগানে ফুল ফোটে কষ্টতেও হাসি ফোটে অধর রাঙা ঠোঁটে। যুগল ভ্রুতে টানা টানা ঢেউ বাঁ গালে ঐ তিল যুবক পাগল হয় তোমাতে মন হয় ঝিলমিল। সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো জাতীয় পতাকা / শিরিন আফরোজ এমন প্রাণবন্ত উদার ও হাস্যোজ্জ্বল মানুষ বিরল / অজয় দাশগুপ্ত আত্মসমর্পণ / মিলন বনিক