জানালার পর্দায় একটা পাখি এঁকে উড়িয়ে দিলাম
পাখির একটা ডানা ছিল
ট্যাপেস্ট্রি পাখির দুটো ডানা থাকার আবশ্যকতা নেই,
উড়িয়ে দিলাম কেবল একটি ডানা এঁকে
আমার উদ্দেশ্য; সক্ষমতা পরীক্ষা – পাখির,
যে যা-ই বলুক,
অতঃপর –
পাখিকে জীবন দেয়া মূল কাজ ভেবে দিশেহারা
আমি পাহাড়ের শৃঙ্গে ওঠে দেবতাকে খুঁজি।
দেবতা ও অপদেবতাদের দেখেছি আনন্দে মশগুল একসাথে,
বিস্ময়াহত ত্বরিৎ ফিরে এলাম ডেরায়
ভারসাম্যহীন পাখিটি আজও অবিরাম ডানা ঝাপটায়
কোথাও যায়নি পাখি
নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে থাকে আমারই দিকে
আমি উড়ান দেখেছি, পাখিটি দেখি নি।