Site icon Shaili Tv

তবুও আশা রাখি / আজিজা রূপা

কোনো এক অদেখা শত্রু!
কুরে কুরে খাচ্ছে আজ পৃথিবী
তুমি জান স্রষ্টা তার সবই।
মৃত্যুর মিছিলে হয়তবা যোগ হব আমিও।
তবুও আশা রাখি।
তবুও আশা রাখি দেখবো মিষ্টি মাখা আবার সেই রোদের সকাল,
নিস্তব্ধতায় হাতছানি দেয়া প্রিয় সেই দুপুরের প্রহর,
কনে দেখা সেই সোনালী সূর্যের বিকেল,
পূর্ণিমার সেই ভরা জোছনার রাত।
সবুজ পাতার ফাঁকে উঁকি দিয়ে –
ফুলেরা কইবে এসো বাইরে মহামারি কেটে গেছে।
তবুও আশা রাখি মিলবো আমরা সকলে,
অনেক দিন পর দেখা!
হাত বাড়িয়ে জড়িয়ে নেবো বুকে।
তবুও আশা রাখি আবার আমরা হাঁটবো
কোলাহলময় মিছিলে-
বাসে, রিক্সায় কিংবা রেলের বগিতে, বগিতে।
তবুও আশারাখি হাসবো আমরা একই সাথে
যেমন কাঁদছি এখন এই মহামারিতে।
তবুও আশা রাখি।
তবুও আশা রাখি –
দেখবো আমার সেই প্রতিদিনের দেখা সকল প্রিয় মানুষগুলিকে
কইবো কথা তাদের সাথে মনের সকল দুয়ার খুলে।
তবুও আশারাখি –
আবার হাঁটবো পিচঢালা পথে,
তুমি, আমি, আমরা পাশাপাশি একসাথে,
থাকবেনা দূরত্ব কোনো
তোমার, আমার, আমাদের মাঝে।
তবুও আশা রাখি স্রষ্টা
তুমি শুনছো তো তোমার সৃষ্টির এই আকুলতা?
তবুও আশা রাখি আমরা
তুমি ফিরিয়ে দেবে আমাদের সেই স্বপ্নীল পৃথিবীটা।

Exit mobile version