Site icon Shaili Tv

তবু্ও ভালোবাসবে তাকে / মারজিয়া খানম সিদ্দিকা

সমুদ্রের গভীরতা যদি মাপতে চাও
তবে তুমি কি খুঁজে পাবে তার অতলান্ত,
তবুও ভালোবাসবে তাকে।
যদি সে তোমার চরণে আলতো করে
আছড়ে পড়ে ভিজিয়ে দিয়ে যায় অনন্তে,
তবুও ভালোবাসবে তাকে।
তার আদরমাখা ছোঁয়া যেন জাগায় শিহরণ
তুমি হবে চিরসুখী উদাস বাতাসের আলোড়ন,
তবুও ভালোবাসবে তাকে।

কতো যে বাহানা ধরে তোমার কাছে মিলাতে
ফের তার আলিঙ্গন মধুময় করে হায় সুধাতে,
তবু ভালোবাসবে তাকে।
আলোকিত আলোড়ন যেন অপরূপ স্নিগ্ধ মায়াবী
কলকাকলির শোঁ শোঁ গর্জন তাতে সবি,
তবুও ভালোবাসবে তাকে।
শুধালে ফের হারাবে নাকি তার গভীরে
বিষন্নতার অনুভবে জাগাবে সাড়া অধীরে,
তবু্ও ভালোবাসবে তাকে।
কখনো মায়ায় কখনো ছন্দে নতুন করে জাগানিয়া
আশালতার আকুলতাভেদী মর্ম বেদনা ঢেকে,
তবু্ও ভালোবাসবে তাকে।

তুমি সারাক্ষণ হুতাশ নয়নে করবে অবলোকন
পাবে কি তার অন্তরের অন্তঃস্থলস্পর্শিতে
তবু্ও ভালোবাসবে তাকে।
হবে কি বিনোদন হাস্য সদা যার বদন
ব্যথিত করেছ কতো হৃদয় ভেঙেছে কতো মন,
তবু্ও ভালোবাসবে তাকে।
যেন নিশিজাগা চাঁদ অধীর অস্থিরতায় মগ্ন
করে শীতল বায়ুর আবহ হৃদয়ে রাখে সযত্নে,
তবুও ভালোবাসবে তাকে।।

Exit mobile version