রোদ পোড়া গালে
ফুটে না আর হাসি,
তাপদাহে পুড়ছে দেশ
মনে হয় সব যেন বাসি।
এমন করে আর কতদিন
সূর্যস্নান সবাই করবে,
বৃষ্টিসিক্ত মিষ্টি সকাল
কবে এসে মন ভরবে।
খরতাপে ঘুম নেই চোখে
ঘুম নেই সকলের
সাথে আছে লোডশেডিং
শান্তি নেই মানুষের।
প্রার্থনা করি বৃষ্টি পড়ুক
মুষলধারে বৃষ্টি,
গরম কমুক দমকা হাওয়ায়
হোক অপূর্ব সৃষ্টি।