Site icon Shaili Tv

তার ঊর্ধ্বে ভালোবাসা / কানিজ ফাতেমা সোমা

আমার এ-সুপ্ত মনের সুর
কখনো শুনবে না তুমি
জানবে না তুমি
ওপার হৃদয়ের বিমূর্ত আহ্বান
সমুদ্র জলের মতন স্রোত আসে,
তবুও আকুল মনে সুর হাসে।
সবুজের বুকে
আকাশের বুকে
বেমালুম;
ভেসে যাই বেসামাল !

ওপার হৃদয়ের বিমূর্ত আহ্বান
সমুদ্র জলের মতন স্রোত আসে,
তবুও আকুল মনে সুর হাসে।

ভালোবাসার মেঠোপথে জোঁছনা জ্বলে
মায়ায় জড়িয়ে রাখে অন্তর দুয়ার
তৃষাতুর প্রাণে আকাঙ্খার জোয়ার।
ঢেউ হয়ে,পাখি হয়ে,ঝর্ণা হয়ে
ছুটে যাই এক আকাশ প্রাণের মেলায়
ফুল-পাখিদের হাসি
প্রেম আজ রাশি রাশি।

নক্ষত্রের মাঝে-বাসনার জল
বুকে ঢেউ খেলে-অস্থিরতা
সৌহার্দ্য স্বপ্নপ্রেমে আকুলতা
তবু আমি নিস্তব্ধ
নিথর
নিশ্চুপ
এটাও এক চেতনার বহিঃপ্রকাশ !
সেও প্রেম ও মায়া
তার ঊর্ধ্বে ভালোবাসা।

নিশীথের প্রতিক্ষায়
নিঃসঙ্গতা কাটিয়ে
আকুল মনে সুর হাসে
সেও এক বিশ্বাস ও আস্থা
তার ঊর্ধ্বে ভালোবাসা।

Exit mobile version