Site icon Shaili Tv

তুমি আছো নিভৃত হৃদয়ে / লিপি বড়ুয়া

বিনিদ্র রাতের গভীরতায়
শুধু তোমাকেই চাই
আকাশের অতন্দ্র প্রহরী চাঁদের আলোয়
শুধু তোমাকেই খুঁজি।
ভাবনার অতলে ডুবি রাতভর
নিকষ কালো অন্ধকারে
হাতড়ে বেড়াই ফেলে আসা দিনগুলো।

জানো, এতকাল পরেও বিস্মৃত হয়নি
সেই নষ্টালজিক চেতনাগুলো।
দৃষ্টির সীমানায় দুটো হলুদ গোলাপ
কিংবা রজনীগন্ধার সুবাসমাখা ভোর,
কফির কাপে ধোঁয়া উঠা সেই পড়ন্ত বিকেল
আনন্দ আড্ডায় মুখরিত সন্ধ্যা।
কেবলই তোমার সাথে আমার অবিচ্ছেদ্য সময়
আজ কবিতা হয়ে কলমের আঁচড়ে আঁকা।

আচ্ছা কখনো কি ভেবেছ?
এমনও দিন আসতে পারে
দুজনের বিচ্ছিন্ন পথ পাড়ি দেয়া
অসঙ্গতি আর ভুলের পাহাড় ঘেরা।
বড্ড মন কেমন করে আজো,
স্মৃতিতে ডুব দিয়ে যখন সময় করি পার
অন্তর্লোকে স্পষ্টভাবেই
সব ক্ষতের নীরব রক্তকরণ।

শুধু এই গভীর নিশুতি রাতটা
একান্ত তোমার আমার
হোক না এলোমেলো যত ভাবনার।
প্রতিরাতে এই মন খারাপের সময়ে
কিংবা জীবনের প্রতি পদক্ষেপে
তুমি আছ নিভৃত হৃদয়ে।
সব ভুলে তোমার সাথে গল্পে মেতে উঠি
জানি আমি ভুল পথে হাঁটি
তবু ও এই ভুলটা বারবার করি,
কারণ একটাই
আজো তোমাকে বড্ড ভালোবাসি।

Exit mobile version