ভালোবাসি তবুও,
তোমাকে ছুঁয়ে দেখার প্রত্যয় ব্যক্ত করিনি কখনো।
তুমি আছো অনুভবে, প্রতিটি হৃৎস্পন্দনে।
কিসের জানি এতটা টান?
সকাল, দুপুর, রাত্রে তোমার অবাধ বিচরণ।
উদাস চোখে তাকিয়ে থাকি তোমার অপেক্ষায় দেয়াল ঘড়িটির দিকে।
তুমি ঠিক এসেছিলে হঠাৎ, শ্রাবণের ধারার মতো।
আমায় সিক্ত করেছো বারির পুণ্য স্নানে।
ভালোবাসি বলে বারবার ছুটে যাই ঐ দূর নীলিমায়।
তোমায় পাবো না জেনেও হৃদয় কোটরে পুষ্পবাসর সাজাই।
রাতের আকাশটা যখন ঝলমলে তারায় সজ্জিত হয়,
তোমার মায়াভরা ছবিটির দিকে তাকিয়ে থাকি অধীর ব্যাকুলতায়,
আমি খুঁজে পেয়েছি তোমায় অজানা সাধনায়।
অনুভবে তোমার ছায়া আমায় নিত্য ছুঁয়ে যায় পরম আবেশে।
আমার হাজার চোখের দৃষ্টিতে দেখি তোমায় গভীর ভালোবেসে।
তবুও, তোমার ভালোবাসা প্রতিনিয়ত আমায় করে চলেছে বিভ্রান্ত।
আমার তৃষ্ণার্থ হৃদয় তোমায় হারানোর ভয়ে থাকে শঙ্কিত।