তুমি চাইলে সন্ধ্যা নামে
তুমি চাইলে ভোর
তুমি চাইলে কেটে যায়
যত ঘনঘোর।

তুমি চাইলে ফুল ফোটে
তুমি চাইলে ঝরে
খরায় বিষ্টি জল হায়
ঝিরি ঝিরি পড়ে।

তুমি চাইলে সূর্য ওঠে
তুমি চাইলে চাঁদ
তুমি চাইলে অনাবাদী
জমি হয় আবাদ।

তুমি চাইলে শঙ্কা কেটে
শান্তি আসে নেমে
তুমি চাইলে দুর্যোগ
করোনা যাবে থেমে।