Site icon Shaili Tv

তুমি মেয়ে, লক্ষ্মী মেয়ে / রাশেদ রউফ

তুমি শাদা পরী, তুমি ভালো পরী
তুমি তো লক্ষ্মী মেয়ে-
যখন সন্ধ্যা গুটি গুটি পায়
নামবে আকাশ ছেয়ে

আঁধার ছাপিয়ে বাধাহীন পথে
তুমিও নামবে ধীরে
ঘন সন্ধ্যায় আনন্দ আলো
থাকবে তোমাকে ঘিরে।

তুমি তো কখনো কবিতার মতো
বিস্ময়-ভরা মুখ
তুমি তো কখনো শিশিরের মতো
হিম টলমল বুক
তুষারের মতো শাদা তুমি আর
প্রদীপের মতো চোখ
তোমাকে নিয়েই আমার সন্ধ্যা
আনন্দময় হোক।

পড়া টেবিলে তোমাকে বসাবো,
আমিও বসবো পাশে
জাগবে রাতের উতল হাওয়া
সৌরভে-নিশ্বাসে।

অন্ধকারেও তুমি তো বিজলি-লতা
তোমার সঙ্গে বলবো মনের কথা
উচ্ছ্বাসে বুকে বাড়াবো উচ্ছ্বলতা
চঞ্চলতায় ভেঙে যাবে নীরবতা।

তুমি পরী তুমি নামলে আমার ঘরে
শান্তি নামবে কষ্টের সরোবরে।

ভুলবো তখনই মায়ের বকুনি
দিনের দুঃখগাথা
তুমিই আনবে স্বপ্নের বই
খুলবে রঙিন খাতা।

তুমি শাদা পরী, তুমি ভালো পরী
তুমি তো লক্ষ্মী মেয়ে
তোমার আসার পথ চেয়ে চেয়ে
আমি যাবো গান গেয়ে।

তুমি তো নামবে তারা-ফোটা ঘন
সন্ধ্যা আকাশ ধরে
তোমার শুভ্র হাসিমাখা মুখ
রাখবো মুঠোয় ভরে।

Exit mobile version