আষাঢ়ে এলে না যখন তুমি শ্রাবনেই এসো,
বুকের মধ্যখানে নিয়ে আমায় একটু ভালবেসো।
অবুঝ কোমল প্রকৃতি ও যে বড়ো অসহায়,
সবার চোখে সে চিরসবুজ হয়ে থাকতে চায়।
কিন্তু দিনের পর দিন দগ্ধ হয় প্রচণ্ড তাপে,
পুড়ে মরে তপ্ত রোদের উষ্ণ কড়া ভাপে ।

তখনি শুরু হয় জপ তার, তোমার নামে,
কখন আসবে তুমি শহর নগর গ্রামে।
আকুল হয়ে বসুন্ধরা বাড়িয়ে দেয় দু’হাত,
কাছে টেনে নিতে মমতায় হোক দিন কিবা রাত।

তুমি ঢালবে প্রেমময় শীতল স্বচ্ছ জল,
সজীব হয়ে উঠবে তরু লতাদের দল।
ভালবাসা শুষে বৃক্ষ হবে ফলবতী,
বিবর্ণ অরণ্য হবে আরো রূপবতী।

ওগো মেঘের কন্যা তোমাকে কি নামে ডাকবো?
শ্রাবনী যদি হয় তবে হৃদমাঝারে রাখবো।
অপেক্ষায় আছি ওগো, আছি অপেক্ষায়,
কি জানি কখন রিমঝিম বৃষ্টি এসে মনটা ছুঁয়ে যায়।।