জীবনের লুকোচুরি রূপকথা হাতছানি দেয়
কত কথার ফুলঝুরি মনের জানালায়,
চেনা সুরে টেনে নিয়ে যায় অপার মুগ্ধতায়
জানো জীবন আজ হারিয়েছে চেনাপথের ঠিকানা
বর্ণিল রঙিন সাঁঝের আকাশ বড্ড ফ্যাকাসে।
কি এমন আছে তোমার মাঝে?
তোমাকে ফিরে পেতে নিশিদিন
কেন এত ব্যাকুলতা?
দূর ছাই ভালোলাগেনা!
এত কেন দুলে ওঠে অন্তর্লোক?
দূর বহুদূর দিগন্তের মাঁঝে তোমাকে খুঁজে ফিরি
আমি অস্তিত্ববিহীন ছায়াপথে নিঃশব্দে হাঁটছি।
জীবনের অগোছালো স্বপ্ন থমকে যায়
শুধু তোমাকেই চাওয়া পাওয়ার আকাঙ্খায়।
কেন এত দীর্ঘ পথ পাড়ি দেয়া নিঃসঙ্গ একা
কেন তোমাতেই নিজেকে প্রতিনিয়ত দেখা?
তুমি ফিরে এসো সমস্ত অন্ধকার মাড়িয়ে
আলোক বর্ষ হয়ে নির্মল সুন্দর হয়ে।
পৃথিবী স্তব্ধ হয়ে যাক তবুও তোমাকে চাই
বার বার তোমাকেই চাই,
আজীবন তোমাকেই চাই এবং
শুধু তোমাকেই চাই।।