Site icon Shaili Tv

‘তোমাকে না দেখা মানে আমার অসুখ’ / ববি বড়ুয়া

বৃষ্টির ফোঁটায় ফোঁটায়,
আকাশের তারায় তারায়
গোধূলির মিষ্টি আলোয়,
তোমার চোখে আমার ভালোয়
দেখি আমার মনে সুখ,
‘তোমাকে না দেখা মানে
আমার অসুখ’।

ঝিঙে ফুলের সাজে
কুমড়ো লতার ফাঁকে
আসমানির ঐ ছেঁড়া শাড়িতে
তোমার হৃদয় মাঝেতে
দেখি আমার মনের সুখ ,
‘তোমাকে না দেখা মানে
আমার অসুখ’।

নবজাতকের কান্নায়,
বুড়ো বুড়ির ঠাট্টায়,
প্রেমিক প্রেমিকার আলাপনে
মেলামেশার সঙ্গোপনে
তোমার বুকের আলিঙ্গনে
খুঁজি আমার মনের সুখ,
‘তোমাকে না দেখা মানে
আমার অসুখ’।

Exit mobile version